চাকরির খবর

স্বাস্থ্য কেন্দ্রে প্রচুর চাকরি! ২১০০ পদ খালি, ইচ্ছুক প্রার্থীরা সত্বর আবেদন করুন

সম্প্রতি ন্যাশনাল হেলথ মিশনের অধীনে একটি ৬ মাসের একটি কোর্স এর আয়োজন করা হয়েছে। এটি একটি ছয় মাসের সার্টিফিকেট কোর্স। যা আয়োজন করেছে বিহারের স্টেট হেলথ সোসাইটি। সার্টিফিকেট যুক্ত এই কোর্সটির নাম হল ‘সার্টিফিকেট ইন কমিউনিটি হেলথ’। ইচ্ছুক প্রার্থীরা চলতি বছরের জুলাই থেকে ২০২২ এর জানুয়ারি পর্যন্ত এই কোর্সটি করতে পারেন।

এই কোর্সটি করা হচ্ছে মূলত ন্যাশনাল হেলথ মিশন এর অধীনে। প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার দিকে নজর রেখেই এই কোর্সের আয়োজন করা হয়েছে। এছাড়াও সাব-সেন্টার গুলিতে যাতে আরো ভালো পরিষেবা দেওয়া যায় তার দিকে নজর রেখে এর আয়োজন। এই কোর্সে যারা যারা উত্তীর্ণ হবেন তাদের কে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র এবং কমিউনিটি স্বাস্থ্য অফিসার হিসেবে নিয়োগ করা হবে।

আবেদন শুরু করার দিন –
১৬ ই জুলাই, ২০২১, সকাল 10 টা থেকে।
অনলাইনে টাকা জমা দেওয়ার দিন শুরু –
১৬ই জুলাই, ২০২১ সকাল ১০ টা থেকে।
অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ দিন হল –
২৯শে জুলাই, ২০২১, সন্ধ্যে ৬ টা।
এবং অনলাইনে টাকা জমা দেওয়ার শেষ সময়ে ওই একই দিনে।

কোর্স যে সমস্ত পদ শূন্য রয়েছে সেগুলি হল –
১. অসংরক্ষিত শ্রেণি- শূন্যপদ ৪৪৩টি

২. অসংরক্ষিত শ্রেণি (মহিলা)- ২৩৮টি

৩. অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণি- ৩২১টি

৪. অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণি (মহিলা)- ১৪৬টি

৫. অনগ্রসর শ্রেণি- ১৩৭টি

৬. অনগ্রসর শ্রেণি (মহিলা)- ৭৩টি

৭. তফসিলি জাতি(sc) – ৩৫৭টি

৮. তফসিলি জাতি (মহিলা)- ১১৯টি

৯. তফসিলি উপজাতি- ১১টি

১০. তফসিলি উপজাতি (মহিলা)- ৬টি

১১. অনগ্রসর শ্রেণির মহিলা -৫৪টি

১২. অর্থনৈতিক দুর্বল শ্রেণি- ১৩৪টি

১৩. অর্থনৈতিক দুর্বল শ্রেণি (মহিলা)- ৬১টি

তাহলে মোট শূন্যপদের সংখ্যা গিয়ে দাড়ালো ২১০০টি।

বয়সসীমা –
১. প্রতিক্ষেত্রে বয়সের সর্বনিম্ন সীমা ২১ বছর।
২. অনগ্রসর শ্রেণি এবং অত্যন্ত অনগ্রসর শ্রেণির জন্য বয়সসীমা- ৪৫ বছর

৩. অসংরক্ষিত শ্রেণির মহিলা এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির মহিলার জন্য বয়সসীমা- ৪৫ বছর

৪. তফসিলি জাতি ও তফসিলি উপজাতির জন্য বয়সসীমা- ৪৭ বছর।

৫. অসংরক্ষিত শ্রেণির জন্য এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য সর্বোচ্চ বয়সসীমা- ৪২ বছর

আবেদন করার ফি হলো – প্রত্যেকের জন্য ৫০০ টাকা। শুধু মাত্র তপশিলী জাতির সকলের জন্য ২৫০ টাকা।

ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে ও বিস্তারিত জানতে এই নিচে দেওয়া ওয়েবসাইটে গিয়ে ভিজিট করুন -http://164.100.130.11:8092/shs/vacancy/2021/Ad%20no%2006_2021.pdf

Back to top button

Ad Blocker Detected!

Refresh