‘ছেলের বাবা’র জন্মদিন উপলক্ষে অভিনেতা যশ দাশগুপ্তের উদ্দেশ্যে প্রকাশ্যেই বিশেষ প্রেম-ভরা বার্তা দিলেন অভিনেত্রী নুসরত জাহান
সোশ্যাল মিডিয়ার দৌলতে টলিউড অভিনেত্রী এবং তৃণমূল সাংসদ নুসরত জাহানের সঙ্গে অভিনেতা যশ দাশগুপ্তের বিশেষ সম্পর্কের কথা সকলেরই জানা। তারা সম্পর্ককে লুকিয়ে রাখতে চাইলেও এখন এটি টলিউডের একটি ওপেন সিক্রেট হয়ে পড়েছে।পাশাপাশি কলকাতা পৌরসভার বার্থ সার্টিফিকেট থেকে ফাঁস হয়েছে যে নুসরত জাহানের পুত্র সন্তানের বাবা যশ দাশগুপ্তই।
তাই এবার অভিনেত্রী লুকানোর চেষ্টা না করে সরাসরি প্রকাশ্যেই জন্মদিনের শুভেচ্ছা জানালেন যশ দাশগুপ্তকে। এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন যশের সাথে ঈশানের অভিভাবকত্ব দারুণ উপভোগ করছেন তিনি। এদিন জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় যশের ছবি পোস্ট করে তাকে ট্যাগ করে একটি ভালোবাসার ইমোজি দিতে দেখা যায় অভিনেত্রীকে।
যা থেকে নেটিজেনরা মনে করছেন এবার হয়তো ধীরে ধীরে যশ এবং নুসরত তাদের সম্পর্ককে প্রকাশ্যে আনার চেষ্টা করছেন। তবে এই সম্পর্কের জন্য দারুণ বিতর্কের সম্মুখীন হতে হয়েছিল যশ দাশগুপ্তকে। প্রথমে ঈশানের বাবা কে তা না জানাতে চাইলেও শেষ পর্যন্ত যশকেই পিতৃত্বের কৃতিত্ব দিয়েছেন অভিনেত্রী নুসরত জাহান।
যা থেকে স্পষ্ট হয়ে গিয়েছে সমালোচকদের কটাক্ষকে পাত্তা না দিয়ে বেশ ঘনিষ্ঠ সম্পর্কে সময় কাটাচ্ছেন নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত। এবার যশের জন্মদিনে প্রকাশ্যে ছবি পোস্ট করে নুসরত আরো একবার একেবারে চুপ করিয়ে দিলেন সমালোচকদের।