মাত্র দেড়বছর বয়সেই ব্যাডমিন্টন খেলায় মগ্ন কোয়েল মল্লিকের পুত্র কবীর! ব্যাডমিন্টন কোর্টে কোয়েল-কবীরের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
টলিউডের অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক যিনি সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয়। মাঝেমধ্যেই পারিবারিক নানান মুহূর্তের ফটো এবং ভিডিও শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে। তার অনুগামীরাও তার পরিবারের ছবি বিশেষ করে তার দেড় বছরের পুত্র কবীরের ছবি দেখতে মুখিয়ে থাকেন।
তবে এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিলেন অভিনেত্রী যেখানে ব্যাডমিন্টন কোর্টে দেখা গেল তাকে এবং তার পুত্রকে।
প্রসঙ্গত টলিউডের এই মুহূর্তে অন্যতম ফিট অভিনেত্রী হলেন কোয়েল। মা হওয়ার পরেও শরীরে এতোটুকু মেদ জমতে দেননি তিনি। এদিনের ভিডিও অবশ্য প্রমাণ করেছে যে নিয়মিত শরীর চর্চা করেন অভিনেত্রী সেটা যেভাবেই হোক না কেন। এদিন ভাইপো-ভাইঝিদের সঙ্গে ইনডোর ব্যাডমিন্টন খেলছিলেন অভিনেত্রী।
তবে একটু পরেই সেখানে হাজির হয়ে যায় তার পুত্র কবীর। গুটি গুটি পায়ে কোর্টের ভিতরে ঢুকে পড়ে সে মা কোয়েলকে ধরে টানাটানি করতে শুরু করে। যা থেকে স্পষ্ট বোঝা যায় যে কোয়েলের সবটুকু মনোযোগ কেবলমাত্র তার চাই।
শেষ পর্যন্ত অভিনেত্রী তার হাতে ব্যাডমিন্টন ব়্যাকেট ধরিয়ে দিলে সে শান্ত হয়।
ক্যাপশন এর মাধ্যমে অভিনেত্রী এদিন অনুগামীদের জানান যে তিনি যখন ব্যাডমিন্টন খেলছিলেন তখনই কবীরও কোর্টে ঢুকে পড়ার সিদ্ধান্ত নেয়। বলাই বাহুল্য এই মিষ্টি ভিডিও এদের মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।পাশাপাশি কোয়েল এবং কবইরকে একসঙ্গে দেখতে পেয়ে দারুন খুশি অনুগামীরা।
View this post on Instagram