একমাত্র সন্তান ঈশানকে আদরের চুম্বনে ভরিয়ে দিলেন নতুন মাম্মা নুসরত জাহান, ছেলে ঈশানকে আদরে ভরিয়ে দিলেন নুসরত জাহান
চলতি বছরেই পুত্রসন্তানের মা হয়েছেন নুসরাত জাহান। অন্তঃসত্বা হবার পর থেকেই বিভিন্ন মন্তব্য উঠে এসেছে নুসরাত জাহানের সম্পর্কে। এমনকি সন্তান জন্ম দেওয়ার পরও সন্তানকে নিয়ে নেটিজেনদের একাংশ কিছু নোংরা মন্তব্য করেছেন। তবে তাতে অভিনেত্রীর কিছুই যায় আসে না তিনি নিজের জায়গায় ঠিক আছে।
নেটিজেনদের একাংশ নিন্দা করলেও বাকিরা নুসরাতের সন্তান হওয়ার খবরে বেজায় খুশি। তারা অনেকেই এখনও অপেক্ষা করে আছে নুসরাতের সন্তানের মুখ দেখার জন্য। সন্তান জন্মের পর থেকে অনেকবারই ছেলেকে নিয়ে বিভিন্ন ছবি পোস্ট করেছেন নুসরাত, তবে তার কোনোটাতেই তার সন্তানের মুখ দেখা যায়নি। বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে তিনি তার সন্তানকে কারো সামনে আনতে চাইছেন না। ভালোবেসে ছেলের নাম রেখেছেন ঈশান।
সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দারুন ভাইরাল হয়েছে যে ছবিতে দেখা যাচ্ছে যে ঈশানকে ভালোবাসার চুমুতে ভরিয়ে দিচ্ছেন অভিনেত্রী নুসরাত। পূজো দীপাবলি সমস্ত অনুষ্ঠানেই নুসরাত ঈশান কি নিয়ে ছবি পোস্ট করেছেন। তবে তার কোনোটাতেই তার মুখ স্পষ্ট নয়। নুসরাত ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে কবে তিনি তার সন্তানকে নিয়ে সকলের সামনে আসবেন।