নাড়ু-মোয়ার থালা হাতে লক্ষ্মীপুজোয় সামিল অভিনেতা যশ দাশগুপ্ত! ‘ওই মোয়া কি নুসরত বানিয়েছে’, প্রশ্ন নেটিজেনদের
লক্ষ্মী পুজো উপলক্ষে টলিউডের একাধিক সেলিব্রিটিকে সোশ্যাল মিডিয়ায় অনুগামীদের সঙ্গে সময় কাটানোর ছবি ভাগ করে নিতে দেখা গিয়েছে। এবার সেই তালিকায় নাম লেখালেন টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত। অনুগামীরা প্রত্যাশা করেছিলেন দুর্গাপুজোর মতোই হয়তো লক্ষ্মীপুজোয় যশ এবং অভিনেত্রী নুসরত জাহানকে একসঙ্গে সময় কাটাতে দেখা যাবে।
তবে এদিন যশ তার একার ছবি পোস্ট করেন। কিন্তু সেখানেই নুসরত কোথায় সেই প্রশ্নে কমেন্ট বক্স ভরিয়ে দেন উত্তেজিত নেটিজেনরা।
প্রসঙ্গত লক্ষীপুজা উপলক্ষে এদিন ব্লু ডেনিম আর হালকা নীল ফর্ম্যাল শার্টে নিজের ফটো অনুগামীদের সঙ্গে শেয়ার করে নিতে দেখা যায় অভিনেতা যশ দাশগুপ্তকে। ছবিতে তাঁকে মোয়া ভরা থালার দিকে তাকিয়ে থাকতে দেখা যায় অপলকে। এরপরই ওই মোয়া লক্ষ্মী পুজো উপলক্ষে অভিনেত্রী নুসরত জাহান তার নিজের হাতে তৈরি করেছেন কিনা সেই প্রশ্ন ছুড়ে দিতে থাকেন অনুগামীরা।
যদিও অভিনেতা সেই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি। তবে জানা গিয়েছে লক্ষ্মীপুজো এবার একসঙ্গে কাটাতে পারেননি যশ এবং নুসরত। কারণ কাজের জন্য মঙ্গলবার রাতেই কাশ্মীরে পাড়ি দিতে হয়েছে যশ দাশগুপ্তকে। সেখানে অভিনেত্রী এনা সাহার সঙ্গে আগামী ছবি ‘চিনেবাদামে’র একটি গানের শুটিং করবেন তিনি। অপরদিকে নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী নুসরত জাহানও।