বলিউড

আল্লু অর্জুনের পুষ্পা’কে ধাক্কা মেরে ইন্ডাস্ট্রির বাইরে ফেলে দিতে ও সব রেকর্ড ভাঙতে আসছে বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার, মাত্র ২৪ ঘন্টাতেই ‘বচ্চন পান্ডে’র ট্রেলার গড়ল রেকর্ড

বেশ কয়েক মাস ধরে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ছবিগুলি বলিউডকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলছে। যার ফলে বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে বলিউডের বক্স অফিসে। দক্ষিণী ছবিগুলির চাহিদা এতটাই বেড়েছে যে সেই সময়ে বলিউডের কোন ছবি মুক্তি পেলে তার ব্যবসায় ক্ষতি হচ্ছে। কয়দিন আগে তার প্রমাণ পাওয়া গেছে পুষ্পা ছবি মুক্তি পাওয়ার পর। তাই এবারে বলিউডের বক্স অফিসের হাল ফেরাতে আসছেন অক্ষয় কুমার।

চলতি বছরেই মুক্তি পাবে অক্ষয় কুমারের নতুন ছবি ‘বচ্চন পান্ডে’। ইতিমধ্যেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ছবির ট্রেলার দেখে হইচই পড়ে গিয়েছে দর্শকমহলে। অক্ষয় কুমারের নতুন লুক দেখে অবাক হয়েছেন প্রত্যেক দর্শক। ছবির ট্রেইলারে লক্ষ লক্ষ মানুষ পছন্দ করেছেন। নাদিয়াদওয়ালা গ্র‍্যান্ডসনস এন্টারটেনমেন্টের তরফে মুক্তি পেয়েছে বচ্চন পাণ্ডের ট্রেলার। ২৪ ঘন্টার মধ্যেই ভিউ বেরিয়েছে ৪ কোটি ৫০ হাজার।

বচ্চন পান্ডে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী কৃতি শ্যানন। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে দেখা মিলবে পঙ্কজ ত্রিপাঠী, আরশাদ ওয়ারশি, সঞ্জয় মিশ্রার মতন বড় বড় গুনী অভিনেতাদের। ছবিতে অক্ষয় কুমার রয়েছেন মানেই অ্যাকশন এর পাশাপাশি থাকবে কমেডি সিন ও।

খবর সূত্রে জানা গিয়েছে এই ছবিতে অভিনয় করার জন্য অক্ষয় কুমার মোট ৯৯ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল গত বছর ডিসেম্বরে, কিন্তু করোনা পরিস্থিতির কারণে বিভিন্নভাবে ডেট পিছিয়েছে তাই আগামী মার্চ মাসের ১৮ তারিখে মুক্তি পাবে বচ্চন পান্ডে।

Back to top button

Ad Blocker Detected!

Refresh