অঙ্কিতা লোখাণ্ডে—নামটা বেশ পরিচিত , সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে নামটা পরিচিত হয়ে উঠেছে আরও বেশি৷ অঙ্কিতা পেশায় হিন্দি ধারাবাহিকের অভিনেত্রী৷ সম্প্রতি কঙ্গনা রানাওয়াত অভিনীত “মণিকর্ণিকা” ছবিতেও দেখা গেছে তাকে৷
একসময় সুশান্ত সিং রাজপুতের সাথে একটি হিন্দি ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন৷ জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিল সেই ধারাবাহিকটি৷ শুটিং সেট থেকে ধীরে ধীরে একে অপরের ঘনিষ্ঠ হতে থাকেন সুশান্ত আর অঙ্কিতা৷ বাগদান পর্ব থেকে শুরু করে বিয়ে সবটাই করে ফেলেন তারা৷ কিন্তু সম্পর্ক টেকেনি বেশিদিন৷ বিবাহবিচ্ছেদের পর তারা আলাদা থাকতেও শুরু করেন৷ চলতি বছরে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর হঠাৎই অঙ্কিতাকে লাইমলাইটে দেখা যায়! সুশান্তের মৃত্যুর তদন্ত চলাকালীনই বারংবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও আর বিভিন্ন ইন্টারভিউয়ের মাধ্যমে দাবী করতে থাকেন যে সুশান্তকে আসলে হত্যা করা হয়েছে,তিনি আত্মহত্যা করতেই পারেন না৷ পরে জাস্টিস ফর সুশান্তে অভিনেতার জন্য জাস্টিস খোঁজার জন্য লড়াইয়েও নামেন৷ সুশান্তের প্রাক্তন প্রেমিকা হিসেবে তার বয়ান বেশ উত্তেজনা তৈরী করে নেটদুনিয়ায়৷
View this post on Instagram
তবে বর্তমানে তাকে দেখা যাচ্ছে একেবারে অন্য রূপে! সম্প্রতি নিজের ৩৬বছরের জন্মদিন সেলিব্রেট করলেন জমিয়ে৷ পার্টিতে দেখা গেছিল তার প্রিয় বান্ধবী রশ্মি দেশাইকে,ছিলেন বিকাশ গুপ্তাও৷ জন্মদিন সেলিব্রেশনের বিভিন্ন মুহুর্ত অভিনেত্রী নিজেই শেয়ার করেনে সোশ্যাল মিডিয়ায়৷ সেখানে দেখা যায় অঙ্কিতা তার সঙ্গী ভিকি জৈনের সাথে রোম্যান্টিক মুহুর্ত কাটাচ্ছেন৷ এমনকি “হায় গরমি” গানের সাথে দু’জনকে নাচতেও দেখা গেল৷ সুশান্তের মৃত্যুরহস্য উদঘাটন চলছে এখনও! তবে অঙ্কিতাকে সেসব ভুলে এবার পার্টি মুডেই দেখা গেল নিজের জন্মদিনে৷ এদিন তিনি পড়েছিলেন পিচ রঙা একটি সিকুয়েন ওয়ান পিস৷
View this post on Instagram
অভিনেত্রীর বর্তমান প্রেমিক ভিকির সাথে ডেট শুরু করেন ২০১৬ সালে৷ সেই ভিকির সাথেই বিভিন্ন রাপ আর বাদশার হায় গরমি গানের ছন্দে শরীর দোলাতে দেখা গেল অঙ্কিতাকে৷ তবে এদিন অভিনেত্রী জন্মদিনের পার্টিটে সন্দীপ সিং—এর উপস্থিতি নিয়ে তৈরী হয়েছে বিতর্ক! অনেকে বলছেন সুশান্তের মৃত্যুর জন্য অনেকাংশে সন্দীপ দায়ী কোনোভাবে৷ যদিও সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন অঙ্কিতা লোখাণ্ডে,শুধু পরে একটি ইনস্টা স্টোরিতে একটি উক্তি পোস্ট করেন এই প্রসঙ্গে,তাতেই খানিক জবাব পান নেটিজেনরা৷