বিজ্ঞাপন সমাজহিতের ক্ষেত্রে ব্যবহত হবে এটাই কাম্য হওয়া উচিৎ! তবে কিছুক্ষেত্রে বিজ্ঞাপনের অযৌক্তিকতা আর অযাচিত প্রলোভন মানুষকে বিব্রত করে৷ বিজ্ঞাপনের বাহ্যিক চাকচিক্যে ভুল পথে চালিত হয় মানবসমাজ এবং তার কু—ফলও পায় হাতেনাতে,এ একেবারে প্রমাণিত সত্য! তবে এর মধ্যে যে বিজ্ঞাপন মানবমনকে একেবারে চুম্বকের মতো আকর্ষণ করে,তা হল ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন৷ সমাজের একেবারে গভীরতর মজ্জায় বোধ প্রোথিত হয়ে আছে যে ফর্সা হলে তবেই একনিমেষে হাতের সামনে চলে আসে সবকিছু৷ ফর্সা হলে আত্মবিশ্বাসী হওয়া থেকে শুরু চরে বিয়ে অবধি সমস্ত মুস্কিল আসান সম্ভবপর হয়ে যায়—ঠিক এমনই ভুল বোঝায় সেই ফর্সা হওয়া ক্রিমের বিজ্ঞাপনগুলোতে৷ ফর্সা হলেই যে মেয়ের গায়ের রঙ কালো বলে বিয়ে হচ্ছিলো না তার বিয়ে হয়ে যাবে ,এই বিজ্ঞাপন ভুল বুঝিয়েছে ঘরে ঘরে মেয়েদের৷
এবার এই জাতীয় বিজ্ঞাপনের গালে সপাটে চড় কষালেন দক্ষিণ ভারতের নায়িকা সাই পল্লবী৷ তিনি এই মুহুর্তে তামিল,তেলেগু আর মালায়লাম ছবির প্রথম সারির নায়িকা! বলিউডেও সফল৷ ফর্সা করার ক্রিমের তরফ থেকে তাকে অফার করা হয় দেড় কোটি টাকা! সাই পল্লবীকে মডেল হিসেবে প্রজেক্ট করতে চায় তারা৷ টাকার অঙ্কটা নেহাৎ কম নয় , সাই পল্লবী একজন বেশ বড়ো মাপের তারকা! তিনি যে প্রস্তাবে রাজি হবেন সেটাই স্বাভাবিক! কিন্তু তিনি সকলকে ভুল প্রমাণিত করে দেড় কোটি টাকার অফার ফিরিয়ে দিলেন৷ একটি সাক্ষাৎকারে তিনি বলেন,”এই ঘৃণ্য শব্দগুলো উচ্চারণ করতে পারবো না নারী হয়ে,একজন মানুষ হয়ে৷ আমার বোনকে দেখেছিলাম কষ্ট পেতে! অসহ্য! অমানবিক!”
বোনের যন্ত্রণার কথা বলতেই তাকে প্রশ্ন করা হয় কি হয়েছিল তার বোনের? উত্তরে বললেন অনেক কথা,”আমার বোন শ্যামবর্ণ বলে আমার মা ছোটবেলা থেকে ওকে বলতেন,তুমি যদি শাকসবজি খাও,তোমার গায়ের রং ফর্সা হবে৷ সে বেচারি মোটেই শাকসবজি ভালোবাসত না,মুখ বেজার করে খেত৷ যখন সে বড় হল,তখন বোঝা গেল কতটা মজ্জায় মজ্জায় হীনমন্যতা তৈরী হয়েছে৷৷” সাই পল্লবী আরও বলেন যে তিনি কখনই এমন কিছুর বিজ্ঞাপন করতে পারবেন না যার দ্বারা সমাজে নারীদের আত্মবিশ্বাসকে ভেঙে দেওয়া হয়৷
সাই পল্লবী জোর গলায় বলেন,”আমি নিজে একজন মেডিক্যাল সুডেন্ট,ডাক্তারি পড়েছি,আমি জানি এই বিজ্ঞাপনগুলো কতটা মিসলিডিং!হয়তো আমার স্টেপটা খুবই ছোট ,কিন্তু এটুকু প্রতিবাদ করতে পেরেছি ! যথেষ্ট৷” সাই পল্লবী এখন সিনেমা জগতের টপ মোস্ট নায়িকাদের মধ্যে অন্যতম একজন৷ ইদানীং বলিউডেও পা রেখেছেন৷ পেয়েছেন অনেক ফিল্মফেয়ার পুরষ্কার৷