বাংলা সিরিয়াল

TRP তালিকায় আবারো সেরা ‘মিঠাই’! তবে ক্রমশ কমছে স্টার জলসা সিরিয়ালের মান! কোনোক্রমে টিকে ‘খরকুটো’ ও ‘শ্রীময়ী’

বৃহস্পতিবার মানেই পছন্দের সিরিয়ালগুলির ফলাফল দেখে নেওয়ার সময়। কারণ বৃহস্পতিবার করেই প্রকাশিত হয় বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা। তবে এবার প্রত্যাশিতভাবেই বিগত বেশ কিছু সপ্তাহের মতই শীর্ষস্থানটি দখল করে রাখতে সক্ষম হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। যা দেখে দর্শকদের একাংশ বলছেন শীর্ষস্থান থেকে আপাতত মিঠাইকে সরানোর কোন উপায় নেই।

অপরদিকে নতুন সম্প্রচার শুরু হওয়া ধারাবাহিক উমা দ্বিতীয় স্থানটি দখল করে নিয়েছে এবং জনপ্রিয় সিরিয়াল যমুনা ঢাকি রয়েছে তিন নম্বরে। তবে টিআরপি তালিকা অনুযায়ী স্টার জলসার ধারাবাহিক গুলির ফলাফল ক্রমশই কমছে। যা নিয়ে বেশ ক্ষুব্ধ বাংলা ধারাবাহিকের দর্শকরা। কারণ চতুর্থ এবং পঞ্চম স্থানটি দখল করে রেখেছে দেবশ্রী রায় অভিনীত সর্বজয়া ধারাবাহিক এবং অপরাজিত অপু।

ফলাফল তালিকায় দেখা গিয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলি যেমন শ্রীময়ী, খরকুটো, খেলাঘর ক্রমশই তালিকার নিচের দিকে পিছোচ্ছে। এর কারণ হিসেবে ধারাবাহিকের অনুগামীরা অনেকাংশে দায়ী করেছেন ধারাবাহিকের অতিনাটকীয় গল্পকে। খরকুটো ধারাবাহিকটি প্রথমে ভালো টিআরপি পেলেও বর্তমানে ধারাবাহিকের দুই মুখ্য চরিত্র গুনগুন এবং বাবিনের ঝগড়াঝাঁটি মোটেও পছন্দ হচ্ছেনা দর্শকদের। যে কারণে তালিকার প্রায় শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে এই ধারাবাহিকটি।

বলাই বাহুল্য বিগত বেশ কয়েক সপ্তাহের মতো এবারও জি বাংলা ধারাবাহিক গুলি টেক্কা দিয়েছে স্টার জলসার সিরিয়াল কে।

এক নজরে দেখে নিন সেরা দশের তালিকা-

মিঠাই- ১০.৮ (প্রথম)

উমা- ৮.৬ (দ্বিতীয়)

যমুনা ঢাকি- ৮.৪ (তৃতীয়)

সর্বজয়া- ৮.৩ (চতুর্থ)

অপরাজিতা অপু- ৭.৮ (পঞ্চম)

খুকুমণি হোম ডেলিভারি- ৭.৮ (পঞ্চম)

রানি রাসমনি- ৭.৫

মন ফাগুন- ৬.৯ (সপ্তম)

কৃষ্ণকলি- ৬.৭ (অষ্টম)

খেলাঘর- ৬.৬ (নবম)

এই পথ যদি না শেষ হয়- ৬.৬ (নবম)

কড়িখেলা- ৬.৩ (দশম)

খড়কুটো- ৬.৩ (দশম)

শ্রীময়ী- ৬.৩ (দশম)

ধুলোকণা- ৬.৩ (দশম)

Back to top button

Ad Blocker Detected!

Refresh