বাংলা সিরিয়াল

মাঠ ছেড়েছিলেন, খেলতে ভোলেননি! বুঝিয়ে দিলেন দেবশ্রী রায়, ‘সর্বজয়া’র জয়জয়কার TRP তালিকায়, কয়েকদিনেই প্রথম তিনে দেবশ্রী রায়ের ধারাবাহিক

বর্তমানে TRP লিস্ট এর টক্কর দিতে নেমেছে স্টার জলসা এবং জি বাংলার ধারাবাহিক গুলি। বেশ কয়েক মাস ধরেই TRP লিস্টের প্রথমে রয়েছে মিঠাই ধারাবাহিক। মিঠাই ধারাবাহিকের আশেপাশেও এতদিন কেউ ছিল না। তবে এবারে মিঠাই কে টক্কর দিতে মাঠে নেমে পড়েছেন দেবশ্রী রায়ের সর্বজয়া।

বহুবছর পরে আবারও টেলিভিশনের পর্দায় ফিরে এসেছেন দেবশ্রী রায়। জি বাংলার নতুন ধারাবাহিক সর্বজয়া দিয়েই তার কামব্যাক। ধারাবাহিকে তিনিই মুখ্য চরিত্র। মাত্র কয়েকদিনেই TRP লিস্টের প্রথম তিনে রয়েছে সর্বজয়া। টক্কর এবারে মিঠাই এর সঙ্গে। সর্বজয়া র টিআরপি রেটিং ৮.৫। প্রথমে অবশ্যই রয়েছে মিঠাই, রেটিং ১১, দ্বিতীয় স্থানে রয়েছে অপরাজিত অপু – ৯ (দ্বিতীয়), জীবনসাথী/ সর্বজয়া- ৮.৫ (তৃতীয়), যমুনা ঢাকি- ৭.৯ (চতুর্থ), কৃষ্ণকলি- ৭.৮ (পঞ্চম), খড়কুটো- ৭.৩ (ষষ্ঠ) , কড়ি খেলা-৭.২ (সপ্তম) , ধুলোকণা – ৬.৭ (অষ্টম), রাসমণি- ৬.৫ (নবম), শ্রীময়ী- ৬.৪ (দশম)।

স্টার জলসার ধূলিকণা একমাত্র TRP লিস্টে জায়গা করে নিতে পেরেছে। এছাড়া আরও দুই নতুন ধারাবাহিক মন ফাগুন এবং শ্রী কৃষ্ণ ভক্ত মীরা দর্শকের নজর কাড়তে ব্যার্থ হয়েছে। রিয়েলিটি শো গুলির মধ্যে এগিয়ে রয়েছে জি বাংলার ডান্স বাংলা ডান্স। আপাতত জিআরপি ও টিআরপি দুই লিস্টেই জি বাংলা এগিয়ে রয়েছে।

Back to top button

Ad Blocker Detected!

Refresh