বাংলা সিরিয়াল

ফেলে আসা অতীতকে ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করার লড়াই সুধার!-ডিভোর্সি মেয়ে সুধার গল্প মন জয় করছে দর্শকের

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক তুমি আশেপাশে থাকলে হয়ে উঠেছে ধীরে ধীরে অনুপ্রেরণামূলক ধারাবাহিক কারণ এই ধারাবাহিক অনেক মানুষকে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছে। এই ধারাবাহিকের গল্প এক ডিভোর্সি

মেয়ের গল্প যে অনেক স্বপ্ন নিয়ে প্রথমবার বিয়ে করেছিল কিন্তু তার সেই বিয়ের সফল হয়নি সে বারংবার চেষ্টা করেছে তার বিয়েটিকে টিকিয়ে রাখার যতখানি সহ্য করা যায় তার থেকে অনেক বেশি সহ্য করেছে সে তার দুশ্চরিত্র স্বামীকে। কিন্তু যখন তার স্বামী তাকেই বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছে তখন সে প্রতিবাদ করেছে এবং মুখ খুলেছে, তখন সে বুঝেছে এবার ঘুরে দাঁড়ানোর পালা যেই কারণে প্রতিবাদে মুখর হয়ে পুরনো ঘর সংসার ছেড়ে বেরিয়ে এসেছে সে।

এক‌ই সাথে সে ডিভোর্স দিয়ে নতুন ভাবে বাঁচতে চেয়েছে, নিজের শাখা, পলা, সিদুঁর মুছে ফেলেছে সে।এরপর তেজ তাকে পছন্দ করে এবং সে তেজকে সমস্ত সত্যি কথা বলতে চায় কিন্তু তেজ অতীতের বিষয়ে কোন কিছু জানতেই চায় না যদিও

আরও পড়ুন : বছর বছর জি বাংলায় একি থোর বোরি দুর্গার কোনো ছিমছাম লুক দিতে পারেনা ওরা খালি আকাশে কাপড় মেলে দেয়। কি মজা পায় কে জানে!

সুধার অতীত সম্পর্কে সে ভালোমতো কিছুই জানেনা এবং ধারাবাহিকের প্রোমো তে দেখা যাচ্ছে বিয়ের সময় যখন সত্যিটা জানতে পারবে তখন সে সুধাকে মিথ্যেবাদী ভেবে ঘৃণা করতে শুরু করবে। তবে ধারাবাহিকে সুধার এই ঘুরে দাঁড়ানো অতীত ভুলে নতুন করে শুরু করা দেখে অনেকেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠছেন।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“ফেলে আসা অতীত কে ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করার লড়াই সুধার ,,,আর এই লড়াই এ প্রথম থেকে মেয়ের পাশে মায়ের ঢাল হয়ে দাঁড়ানো,,মেয়ে কে উজার করে আশীর্বাদ, পৃথিবীর সব সুখ সুধার ওপর বর্ষিত হোক এই প্রার্থনা ঈশ্বরের কাছে একান্তে মায়ের,,সত্যিই এক হৃদয় স্পর্শী দৃশ্য,,,,,

সমাজের প্রতিটি মায়ের কাছে অনুপ্রেরনা হয়ে উঠুক এই কথাগুলো,,,সুধা হারতে শেখে নি,,মাথা নত করতে শেখে নি,,, সুধার কাছে আত্মসম্মান অমূল্য সম্পদ আত্মসমর্পণ নয় ,সুধা ভাবতে শিখিয়েছে,,নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়িয়ে পরিচয় তৈরী করা, নিজে ঠকে শিখেছে জীবনে ,তাই সে আজ ঘুরে দাঁড়ানোর লড়াই এ সততার সাথে দৃঢ় মনোবল এর মধ্য দিয়েই আবার ও জয় লাভ করবেই করবে,,,

আরও পড়ুন : বছর ঘুরতে না ঘুরতেই রাই বিয়ে করে নিলো অনির্বানকে তাহলে সেদিন শৌর্য কে বিয়ে করলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো?

কাউকে ঠকিয়ে জিততে রাজী নয়, সুধা চরিত্রে অভিনেত্রী Sona Moni Saha আর মায়ের চরিত্রে মল্লিকা মজুমদার দর্শকদের হৃদয়হরণ করে নিয়েছে,আজ সকল মা মেয়েদের গর্ব অনুভব করার দিন, শুভ বিবাহ ঠিক রাত নয়টা তেই স্টার জলসায় ,আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন টিভিতেই”

Back to top button

Ad Blocker Detected!

Refresh