Current Boss বড় মুখ করে বলেছিল প্রথম সপ্তাহে নাকি শুভ বিবাহ Slot হারাবে!এইদিকে শুভ বিবাহ প্রথম সপ্তাহেই স্লট হারা তো দূর, 1+ Gap এ Slot লিড। নিঃসন্দেহে Perfect ঝামা খেলো লোকটা!
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হলো ‘শুভ বিবাহ’।অনেকেই বলেছিলেন যে শুভ বিবাহ ধারাবাহিকের গল্প ভালো নয়,তাই প্রথম সপ্তাহেই মুখ থুবড়ে পড়বে এই ধারাবাহিক। কিন্তু ধারাবাহিকের প্রোমো আসার পর দেখা গেলো যে, এই ধারাবাহিক বেশ ভালো মতো ফল করেছে।
রীতিমতো স্লট লিড করেছে এই ধারাবাহিক। সুধা-তেজের রসায়ন আসলে ক্লিক করে গেছে দর্শকের মনে। এই ধারাবাহিকে দেখা যায় যে,সুধা যে অনেক স্বপ্ন নিয়ে বিয়ের পিঁড়িতে বসে ছিল কিন্তু বিয়ের পর যখন দেখে তার বর দুশ্চরিত্র, তখন সে বিয়েটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে।
আরও পড়ুন : শুভ বিবাহ জলসার সাজানো স্লটটাকে নষ্ট করবে! কেননা আলোর কোলে অন্তিম সপ্তাহে স্লট পাবে। মিলিয়ে নেবেন!
এক দিন সব ঠিক হয়ে যাবে এই আশায় সে দিন কাটিয়ে দেয়, কিন্তু যখন কোন কিছুই ঠিক হয় না, তখন সে মুখ খোলে, তাকে যখন ব্যবসার জন্য তার বর নিজের বসের কাছে বিক্রি করে দেয়,তখন সে কোনরকমে সেখান থেকে পালিয়ে আসে এবং তারপরে সে ডিভোর্স ফাইল করে এবং নতুন করে জীবন শুরু করে।
অন্য দিকে সুধার বোনের অনুষ্ঠানে সুধার বাঙালিয়ানার ভাবনা দেখে মুগ্ধ হয় তেজের পরিবার। তারা অতীতে না জেনে তেজের জন্য পছন্দ করে সুধাকে।
অন্যদিকে এই ধারাবাহিক নিয়ে অনেকে অনেক রকম প্রেডিকশন করেছিলেন। অনেকেই বলেছিলেন যে, এই ধারাবাহিক খুব শীঘ্রই স্লট হারিয়ে ফেলবে।
ধারাবাহিকের ক্যামেরা কোয়ালিটি এত খারাপ যা নিয়ে প্রচুর পরিমাণে সমালোচনা হয়েছিলো। সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“Current Boss বড় মুখ করে বলেছিল প্রথম সপ্তাহে নাকি শুভ বিবাহ Slot হারাবে!!এইদিকে শুভ বিবাহ প্রথম সপ্তাহেই স্লট হারা তো দূর, 1+ Gap এ Slot লিড। নিঃসন্দেহে Perfect ঝামা খেলো লোকটা”