বাংলা সিরিয়াল

মেকআপ রুমে বসে সকলকে কামড়ে দেওয়ার হুমকি দিলেন সকলের প্রিয় ‘মিঠাই’ অর্থাৎ সৌমিতৃষা কুণ্ডু, ভাইরাল ভিডিও

পুজোর ছুটি শেষ, আবারো টেলিভিশনের পর্দায় দর্শকদের এন্টারটেন করতে শুটিংয়ে ফিরেছে অভিনেতা-অভিনেত্রীরা। যথারীতি বহুদিন পরে শুটিংয়ে ফিরেছেন সকলের প্রিয় মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুন্ডু। বর্তমানে মিঠাই যে সকলের নয়নের মনি তা আর বলার অপেক্ষা রাখে না টিআরপি তালিকায় স্থান দেখলেই তা বোঝা যায়। দুষ্টু মিষ্টি স্বভাবের জন্য মিঠাই কে দর্শকেরা খুব ভালোবাসেন শুধুমাত্র অনস্ক্রীন নয় অফস্ক্রিন সৌমিতৃষাও একই রকম দুষ্টু মিষ্টি স্বভাবের।

ধারাবাহিকের সেটে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মজার মজার কাণ্ড ঘটে থাকে যা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়ে থাকি সেরকমই এক মজার ঘটনা ঘটে গেল মিঠাইয়ের মেকআপ রুমে। হঠাৎই সকলকে কামড়ে দেওয়ার হুমকি দিলেন সকলের প্রিয় মিঠাই রানী। কিন্তু হঠাৎ কেন এই হুমকি মিঠাইয়ের এই অদ্ভুত হুমকি শুনে রীতিমত অবাক দর্শকেরা।

বেশিরভাগ সময়ই আমরা মেকআপ রুমের বিভিন্ন অফস্ক্রিন দৃশ্য দেখতে পেয়ে থাকি কারণ হলো অভিনেতা-অভিনেত্রীদের মজার একটি জায়গা যেখানে তারা শুটিংয়ের ফাঁকে বিভিন্ন মুহূর্ত ভাগ করে নেন একে অপরের সঙ্গে। সেরকমই মিঠাই এর মেকআপ রুমে উপস্থিত থাকে তোর্সা, নন্দা, পিসি সহ আরো অনেকে। এই মেকআপ রুম থেকেই বিভিন্ন মুহূর্ত লেন্স বন্দী করা হয়। সেরকমই একটি মজার মুহূর্ত লেন্স বন্দী করেছে মিঠাই ধারাবাহিকের নন্দা অর্থাৎ অভিনেত্রী কৌশাম্বী। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে মেকআপ রুমের আয়নার সামনে বসে হেয়ার ড্রেসার এর কাছে নিজের চুল ঠিক করছেন মিঠাই এবং দাঁত বের করে নানারকম অঙ্গভঙ্গি করছে। আর তখনই কৌশাম্বী প্রশ্ন করে “কি করবি তুই দাঁত দিয়ে?” আর তার প্রশ্নের উত্তরই মিঠাই জবাব দেয় “রেগে গেলে আমি সবাইকে কামড়ে দেবো কিন্তু।”

সৌমিতৃষার এই মজার কান্ড দেখে দর্শকের এত হেসে লুটোপুটি মিঠাই এর বিভিন্ন ফ্যানপেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে প্রচুর দর্শক এই ভিডিওটি লাইক করেছেন বর্তমানে তো মিঠাই সকলের প্রিয়, তার বিভিন্ন কর্মকাণ্ডে সকলের বেশ পছন্দের হবে তা আর বলার অপেক্ষা রাখেনা তাই মুহূর্তেই ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে পড়েছে।

 

View this post on Instagram

 

A post shared by MITHAIFC 10.9 K FAMILY (@sidhaifcx)

Back to top button

Ad Blocker Detected!

Refresh