‘না আমি চিকেন খাই না, মুরগির মাংস খাই’ – খুদের কথায় হেসে লুটোপুটি খাচ্ছেন সঞ্জালিকা থেকে দর্শক সকলে
বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় একটি রিয়েলিটি শো (Reality show) হল ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi no 1)। বিগত কয়েক দশক ধরে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই রিয়ালিটি শো (Reality show)। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে দিদিরা আসেন এই মঞ্চে। জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হওয়া এই মহিলা কেন্দ্রিক রিয়েলিটি শো বছরের পর বছর ধরে আমাদের সামনে তুলে ধরছে বিভিন্ন মেয়েদের জীবনের লড়াই। আবার তারই সাথে মনোরঞ্জন করছে দর্শকদের। যদিও এই মঞ্চ শুধু নারীদের নয়। এই মঞ্চে বিভিন্ন সময় বিভিন্ন খুদেদের দেখতে পাওয়া যায়।
তাদেরকে নিয়ে আয়োজিত বিশেষ পর্বগুলিও বেশ পছন্দ করেন দর্শক। সম্প্রতি এমন একটি পর্বের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা যাচ্ছে সোমশ্রী দাস (Somoshree Das) নামে একটি ছোট্ট মিষ্টি বাচ্চা সাদা ও গোলাপি রঙের জামা পরে সঞ্চালিকা রচনা ব্যানার্জীর (Rachna Banarjee) সাথে কথোপকথনে ব্যস্ত রয়েছে।
সঞ্চালিকা তাকে জিজ্ঞাসা করেন, ‘তুমি কি খেতে ভালোবাসো সবথেকে?’ উত্তরে খুদে বলে, ‘মাংস’। এরপরেই রচনা তাকে আবার জিজ্ঞেস করেন, ‘সেটা কি চিকেন না মাটন?’ খুদে বলে, ‘মুরগির মাংস’।
আবার রচনা তাকে বলেন, ‘সেটা কি চিকেন তো’। খুদে বলে, ‘না আমি চিকেন খাই না, মুরগির মাংস খাই’। খুদের উত্তর শুনে হেসে গড়িয়ে গিয়েছেন সঞ্চালিকা সাথে দর্শকও। সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়া মাত্রই প্রচুর মানুষ ভিডিওটি দেখে বেশ মজা পেয়েছেন। কেউ কেউ হাসির মজা দিয়েছেন তো কেউ ভালোবাসা ইমোজি (Emoji)। একজন কমেন্ট করেছেন, ‘কি কিউট’। আবার কেউ লিখেছেন, ‘ইংরেজির সামনে এভাবে বাংলাকে তুলে ধরেছে এই শিশু, দেখে খুবই ভালো লাগল’।
View this post on Instagram