রণং দেহি মানে কী দেবী রণ দান করবেন?Star Jalsha র মত এত বিখ্যাত TV চ্যানেল যদি এমন ভুল করে সবাই কী শিখবে ?
স্টার জলসা ইতিমধ্যে দিয়ে দিয়েছে মহালয়ার টিজার। যা দেখে দর্শকদের মধ্যে অনেকেই বলছেন যে,
পায়েল দির অভিনয়টা দেখে আর কাউকে সেরকম ভালো লাগে না-মহালয়া তে পায়েল দে থাকলে ষোল আনা পূর্ণ হতো! কেউ আবার বলছেন যে,কোয়েল, সন্দীপ্তা,মধুমিতা কে জলসা কাস্ট করেছে মনে হচ্ছে ২০১২-১৩
সালে ফিরে গেলাম শুধু একজনের অভাব বোধ করছি সেটা হলো পায়েল দে। প্রচুর দর্শক কমেন্ট বক্সে অনুরোধ করেছেন মা কালীর রূপে হোক বা দেবী দুর্গার কোন এক রূপে যেন পায়েল দে কে দেখানো হয়।
অনেকেই আবার বলেছেন যে, কোয়েল মল্লিকের চাহনি দেখিয়ে রানী অরুন্ধতীর কথা মনে পড়ে গেলো, কি তেজ। কেউ আবার বলছেন,দুর্গা হিসেবে সন্দীপ্তার কোন বিকল্প নেই, কারোর কথায় মধুমিতা কেও বেশ মানিয়েছে। কেউ আবার বলছেন যে এই প্রোমো দেখে নস্টালজিয়ায় ফিরে যাচ্ছি আমরা পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে।
তবে সম্প্রতি এই টিজার দেখে এই টিজারের নামকরণ দেখে অনেকেই সমালোচনা করেছেন অনেকেই প্রশ্ন করেছেন যে টিজারের নামকরণ এরকম কেন?
স্টার জলসার মহালয়ার টিজারের নাম রণং দেহি এই নিয়ে দর্শকদের একাংশের মানুষ প্রশ্ন করেছেন যে,“কি অদ্ভুত ! সংস্কৃত ‘দেহি ’ শব্দের অর্থ দাও যেমন ‘রূপং দেহি ’ _ রূপ দাও, বা ‘ যশো দেহি ’_ যশ দাও |
এক্ষেত্রে রণং দেহি মানে কী দেবী রণ দান করবেন ? Star Jalsha র মত এত বিখ্যাত TV চ্যানেল যদি এমন ভুল করে সবাই কী শিখবে ?”