পায়েল দির অভিনয়টা দেখে আর কাউকে সেরকম ভালো লাগে না-মহালয়া তে পায়েল দে থাকলে ষোল আনা পূর্ণ হতো!বলছেন দর্শক
জনপ্রিয় টেলিভিশন চ্যানেল স্টার জলসা রনং দেহি নাম দিয়ে মহালয়ার নতুন টিজার দিয়েছে,যেখানে মহালয়ায় দেবী রূপে কোয়েল,সন্দীপ্তাও মধুমিতা কে দেখা যাচ্ছে। দর্শক এই টিজার দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন।অনেকেই কোয়েল মল্লিকের অভিনয় প্রশংসা করে বলছেন যে, মানতেই হবে এটাই কোয়েল দি!
কি অসাধারণ চাহনি তার!জলসা কাস্টিং ১০ এ ১০!-কেউ আবার জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তাকে দুর্গার লুকে দেখে বলছেন যে, দারুন, সন্দীপ্তা দির কোন বিকল্প নেই – এইসব দেখে পুরনো নস্টালজিয়াই ভাসছেন দর্শক। অনেকে আবার বলছেন যে, মধুমিতা কোয়েল,সন্দীপ্তা সকলকে নিয়ে আসা হলো,যদি দেবীর আরেক রূপে পায়েল দিকে দেখতে পেতাম তাহলে সব ঠিকঠাক হতো।
আরও পড়ুন : মানতেই হবে এটাই কোয়েল দি!কি অসাধারণ চাহনি তার!জলসা কাস্টিং ১০ এ ১০!-মহালয়া দেখে বলছেন দর্শক
মহালয়ার প্রোমোর সব জায়গায় পায়েল দের না থাকার উপস্থিতি দর্শক কমেন্ট দিয়ে বুঝিয়ে দিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“সন্দীপ্তা দি, কোয়েল দি আর মধুমিতা দি
2012/13 সালে ফিরে গেলাম যেন
ওই সময় ওরা সবাই মহালয়া তে দেবী হতো
কি Nostalgic লাগলো teaser টা শুধু মা কালী রূপে Payel De দি এলে পরিপূর্ণ হয়ে যাবে আবার সেই শৈশবের ভোরের মহালয়া দেখতে পাবো”এই পোস্টের কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন যে,“একদমই তাই মা কালী রূপে পায়েল দি এলে ষোলো কলা পরিপূর্ণ হয়ে যাবে আমাদের
সেই ছেলেবেলা ফিরে পাবো”
আরও পড়ুন : পারমিতা অংশুকে ভালোবাসে কিনা?-সেটা এইবার বোঝা যাবে! ফুলকি দেখে বলছেন দর্শক!
এই পোস্টের কমেন্ট বক্সে আর একজন দর্শক লিখেছেন যে,“ পায়েল দি সাক্ষাৎ দেবী
সে যেই দেবীর ভূমিকাই করুক না কেন অসাধারণ হতে বাধ্য”আরেকজনের কথায়,“পায়েল দির অভিনয় টা দেখে আর কাউকে সেরকম ভালো লাগে না”