শিমুলের ওপর বৈবাহিক ধর্ষণের কনসেপ্ট পুরোই টুকলি! জি বাংলার বিরুদ্ধে নকল করার অভিযোগ
শেষ পর্যন্ত কপি পেস্টের অভিযোগ উঠল জি বাংলার বিরুদ্ধে। কার কাছে কই মনের কথা ধারাবাহিক নিয়েই উঠল এই টুকলির অভিযোগ। বিয়ের পর থেকেই স্বামী পরাগের হাতে নির্যাতিত নির্যাতনের শিকার হতে হচ্ছে। আসলে পেশায় একজন স্কুল শিক্ষক পরাগ। ভালো নিরীহ মানুষের মুখোশ পরে পরাগ ঘুরে বেড়ালেও রাত্রি হলে স্ত্রী এর উপর শারীরিক নির্যাতন শুরু করে সে।
জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের দৃশ্য দেখানো হয়েছে জি বাংলার কার কাছে কই মনের কথা ধারাবাহিকে, যা কিনা বৈবাহিক ধর্ষণ ছাড়া আর কিছু না। শিমুলের সাথে বর্তমানে যে ঘটনা ঘটছে প্রতিনিয়ত, তার সাথে “সম্পূর্ণা” নামক একটি ওয়েব সিরিজের বেশ মিল রয়েছে। ওই ওয়েব সিরিজে নন্দিনীর উপর তার স্বামীর সাংঘাতিক অত্যাচার করত রাত্রিবেলা শারীরিক সম্পর্ক স্থাপনের নাম করে।
কার কাছে কই মনের কথা ধারাবাহিকে শিমুলের সাথে পরিবারের কেউ সেভাবে সহায়তা করেনি। ঠিক একইভাবে ওই ওয়েব সিরিজেও নন্দিনীর সাথ দেয়নি পুলিশ কিংবা পরিবার। সম্পূর্ণা ওয়েব সিরিজের ওই ঘটনাকেই নাকি কপি করেছে জি বাংলা। দর্শকরা অন্তত এমনটাই বলছেন। তবে নন্দিনীর পাশে সেই সময় দাঁড়িয়েছিল সম্পূর্ণা। এদিকে শিমুলের পাশে বাড়ির কেউ না থাকলেও পাড়ার বৌদিরা রয়েছে।
এমনিতেই ধারাবাহিকগুলোর বদনাম রয়েছে বিস্তর। খারাপ দৃশ্য পারিবারিক ধারাবাহিকে দেখানো থেকে শুরু করে বিভিন্ন ব্যাপার নিয়ে খুঁত ধরতে শুরু করেন দর্শকরা। ট্রোলের মুখে পরেন নির্মাতারা। কখনো কখনো আবার ধারাবাহিকের নির্মাতাদের বিরুদ্ধে ওঠে কপি পেস্টের অভিযোগ। এরপর তেমনি জি বাংলার বিরুদ্ধে কপি পেস্টের অভিযোগ উঠল তাও আবার সম্পূর্ণা নামক একটি ওয়েব সিরিজের থেকে।