৬৬ পল্লিতে মহিলা পুরোহিতের পর এবার মহিলা ঢাকি! মহিলা ঢাকির দলে যোগ দিলেন অপরাজিতা আঢ্য, মুহূর্তে ভাইরাল ভিডিও
টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন অপরাজিতা আঢ্য। টলিউডের পাশাপাশি বলিউডেও কাজ করে ফেলেছেন অভিনেত্রী। তার অভিনয়ে মুগ্ধ দর্শকসহ গোটা ইন্ডাস্ট্রি। অভিনেত্রীর হাসির জাদুতে মজেছেন সকলেই। একগাল হাসি, একডাল চুল মানেই অপরাজিতা আঢ্য।
এ বছর ৬৬ পল্লির পুজোর বিশেষত্ব, সব কাজ সামলাচ্ছেন মেয়েরাই। যেমন, পুজোর পৌরোহিত্যে মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। রয়েছেন এক দল মহিলা ঢাকি। সেখানেই ঢাক বাজাতে দেখা গেল ‘প্রাক্তন’ ছবির ‘মালিনী’কে। অপরাজিতা মানেই সনাতনী সাজ। লাল শাড়ি, গয়নায় ঝলমলে তিনি। খোঁপা জুড়ে লাল ফুল। হাতে ঢাকের কাঠি পেয়েই তিনি অন্য অপরাজিতা! প্রথমে ধীর লয়ে বোল তুললেন। শেষে উদ্দাম ছন্দে বেজে উঠল তাঁর ঢাক। তাঁকে সঙ্গ দিলেন বাকি মহিলা ঢাকিরা।
সম্প্রতি সকলের সামনে একেবারে নতুন লুকে হাজির হয়েছেন অভিনেত্রী। গত ২৫ বছরে যে কাজ অপরাজিতা আঢ্য করেননি সেটি অবশেষে তিনি করেই ফেলেছেন। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে প্রায়ই অভিনেত্রী নিজের নানা ছবি শেয়ার করে থাকেন। শেয়ার করেন রিল ভিডিও।
বর্তমানে তার মধ্যে প্রথম যে পরিবর্তন দেখা গেছে সেটি হল তিনি ধীরে ধীরে রোগা হচ্ছেন। এবার আসা যাক আসল কথায়। সম্প্রতি অভিনেত্রী নিজের এক ঢাল চুল কেটে কাঁধ পর্যন্ত করে ফেলেছেন। যা দেখে রীতিমতো চমকে উঠেছেন সকল নেটবাসীরা।
জনপ্রিয় স্যালোন স্যাটিন রোস এ গিয়ে নিজের একঢাল কালো লম্বা চুল কেটে ফেললেন টলিউডের এই সুন্দরী অভিনেত্রী। তিনি সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করার পর থেকেই অনেকেই রীতিমতো দুঃখ প্রকাশ করেছেন তার চুলের জন্য। তবে এই নতুন লুকে অপরাজিতা আঢ্য প্রশংসাও পেয়েছেন অনেক। তার এই নতুন লুক চমকে দিয়েছে সকলকে। একেবারে ভোল বদলে মোহময়ী রূপে দেখা মিলেছে অভিনেত্রীর। যা তাক লাগিয়ে দিয়েছে নেটিজেনদের।
View this post on Instagram