ট্রেন্ডিং সং ‘চকা চক’ গানে উদ্দাম নাচ অভিনেত্রী তৃণা সাহার! ভাইরাল ভিডিও
বর্তমানে ইনস্টাগ্রামের ভিডিও চাহিদা বিপুল পরিমানে বেড়েছে। টিকটক ব্যান হয়ে যাওয়ার পর থেকেই ইনস্টাগ্রামের ভিডিও বানান সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ সকলে। যে সমস্ত গান ট্রেনিংয়ে চলে আসে সেই সমস্ত গানে ভিডিও বানিয়ে ভাইরাল হোন সকলে। সম্প্রতি নাজা নামক একটি গান ট্রেনিংয়ে এসেছে যেখানে সকলেই ভিডিও বানাচ্ছেন। এবারে সেই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী তৃণা সাহা।
সম্প্রতি শ্রেয়া ঘোষাল এর গাওয়া আত্রাঙ্গি রে ছবির জনপ্রিয় গান চাকা চাক দারুন ট্রেন্দিংয়ে রয়েছে। এবারে সেই গানের সঙ্গেই ভিডিও বানালেন তৃণা। ভিডিওতে অনেক নেটিজেনরা অভিনেত্রীকে সারা আলি খানের সঙ্গে তুলনা করেছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই ভাইরাল হয়েছে।
বর্তমানে তৃণা কে আমরা স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক খড়কুটো তে দেখতে পাই। ধারাবাহিকে তৃণা গুনগুন এর চরিত্রে অভিনয় করছেন। চলতি বছরেই তৃণা তার বহু বছরের প্রেমিক তথা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ নীল ভট্টাচার্যের গলায় মালা দিয়েছে। অভিনয়ের পাশাপাশি তৃণা রাজনৈতিক ময়দানেও নেমেছেন।
View this post on Instagram