ব্যবসা ও বাণিজ্য

এই অগাস্টে ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ! এই এই দিন ব্যাঙ্ক গেলে ফিরে আস্তে হবে, এক ঝলকে দেখে নিন ছুটির তালিকা

আগস্ট মাসে যেসব দিন গুলি ব্যাংক ছুটি থাকবে তার একটা তালিকা দেওয়া হলো। আগস্ট মাসে ব্যাংক এ মোট ১৫ টা ছুটি থাকছে। সরকারি, বেসরকারি সব ব্যাংকই ওই ১৫ দিন বন্ধ থাকবে। হলিডে ক্যালেন্ডার অনুযায়ী বিশেষ ছুটির দিন গুলিতেই ব্যাংক বন্ধ থাকবে।

১লা আগস্ট – রবিবার সাপ্তাহিক ছুটির দিন

৮ই আগস্ট- রবিবার সাপ্তাহিক ছুটি।

১৩ই আগস্ট – দেশপ্রেমিক দিবস – শুক্রবার – ইম্ফলে ব্যাংকগুলি বন্ধ থাকবে।
১৪ই আগস্ট – দ্বিতীয় শনিবারে ব্যাংকগুলি বন্ধ থাকবে।

১৫ই আগস্ট – স্বাধীনতা দিবসের ছুটি।

১৬ই আগস্ট – পার্সি নববর্ষ – মুম্বাই, নাগপুর এবং বেলাপুরে ব্যাংকগুলি বন্ধ থাকবে।

১৯ শে আগস্ট – মহররম ছুটি – আগরতলা, আহমেদাবাদ, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লি, পাটনা, শ্রীনগর, রায়পুরে ব্যাংক বন্ধ থাকবে।

২০ শে আগস্ট – মহররম ও ওনাম উৎসবের কারণে বেঙ্গালুরু, চেন্নাই, কোচি এবং তিরুঅনন্তপুরমে ব্যাংকগুলি বন্ধ থাকবে।

২১ শে আগস্ট- তিরুঅনামের কারণে কোচি এবং তিরুবনন্তপুরমে ব্যাংক বন্ধ থাকবে।

২২ শে আগস্ট – রবিবার – একটি সাপ্তাহিক ছুটি থাকবে, তাছাড়াও রাখি পূর্ণিমা রয়েছে।

২৩ শে আগস্ট – শ্রী নারায়ণ গুরু জয়ন্তী – কোচি এবং তিরুবনন্তপুরমে ব্যাংকগুলি বন্ধ থাকবে।

২৮শে আগস্ট – মাসের চতুর্থ শনিবার, এই দিনটিও ব্যাংক কর্মীদের জন্য ছুটি হবে।

২৯শে আগস্ট – রবিবার – সাপ্তাহিক ছুটি

৩০শে আগস্ট – জন্মাষ্টমী, কৃষ্ণ জয়ন্তীর কারণে আহমেদাবাদ, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, জয়পুর, জম্মু, কানপুর, লখনউ, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, শিমলাতে ব্যাংকগুলি বন্ধ থাকবে।

৩১শে আগস্ট: শ্রী কৃষ্ণের কারণে এই দিনে হায়দ্রাবাদে ব্যাঙ্ক খোলা হবে না।

এই বিশেষ বিশেষ দিন গুলিতে ব্যাংক গুলি বন্ধ থাকছে।

Back to top button

Ad Blocker Detected!

Refresh