জ্যোতিষশাস্ত্র

আজকে রবিবার দিন আপনার কেমন কাটবে? জানুন আজকের রাশিফল ৮ই অগাস্ট ২০২১

মেষ রাশিফল: আজ সকাল থেকে কাজের ব্যাপারে রাগ হতে পারে। একাধিক পথে উপায় না খোঁজাই ভাল। খেলাধুলোর জন্য মনে আনন্দ। অহেতুক ক্রোধ বাড়তে পারে। কুটিল মনোভাবের জন্য অশান্তি। ব্যবসায় ভাল সুযোগ পাবেন আজ। আর্থিক ব্যাপারে সাহায্য মেলার সম্ভাবনা। পাওনা আদায়ে দেরি হতে পারে। পেটের সমস্যা নিয়ে চিন্তা।

বৃষভ রাশিফল: আজ সকালের দিকে ব্যবসায় খরচ বৃদ্ধি। চালাকি করে বিপদ থেকে উদ্ধার। প্রেমের জন্য মনে আনন্দ বাড়তে পারে। বাড়তে পারে চিকিৎসার খরচ। প্রেমের প্রতি ঘৃণা বৃদ্ধি। শরীরের কোনও ক্ষত থেকে রোগ ছড়াতে পারে। যারা বিদেশে থাকেন তাঁদের জন্য ভাল সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি। ব্যবসায় চিন্তা থাকবে।

মিথুন রাশিফল: আজ ভাল কোনও কাজে বাধা পড়তে পারে। লজ্জাজনক কোনও কাজ আপনি করতে পারেন। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনোকষ্ট বাড়তে পারে। পড়াশোনার জন্য শুভ পরিবর্তন। ব্যবসার ব্যাপারে চিন্তা বৃদ্ধি। শরীরে ক্ষয় বাড়তে পারে। সন্তানের জন্য বাড়তে পারে ব্যয়। কাজের জন্য সুনাম। আবার আনন্দ। বিদেশে থাকা কোনও বন্ধুর জন্য মনখারাপ। ব্যবসার দিকে খরচ বাড়তে পারে। বুকে-পিঠে কষ্ট বাড়তে পারে।

কর্কট রাশিফল: অতিরিক্ত ব্যয়ের কারণে ঋণ করতে হতে পারে। প্রতিবেশীর জন্য অশান্তি। অনেক দিনের আশাপূরণ হতে পারে। প্রেমের ব্যাপারে বাইরের কোনও লোকের সঙ্গে বিবাদ বাড়তে পারে। কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। কাজের ভাল সুযোগ পাবেন আজ। বাজে কোনও চিন্তার কারণে মনোকষ্ট। লটারি থেকে কিছু আয়। উচ্চপদস্থ ব্যক্তির জন্য বিপদ থেকে উদ্ধার পেতে পারেন।

সিংহ রাশিফল: সন্তানের জন্য খুব ভাল দিন। সকালের দিকে ব্যবসায় বাড়তি কিছু খরচ হতে পারে। আজ অশুভ কিছু ঘটতে পারে। শরীরের কোনও অংশে ব্যথা বৃদ্ধি। কর্মস্থানে সমস্যা বাড়তে পারে। অকারণে তর্কে জড়িয়ে পড়ার আশঙ্কা। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ। আত্মীয়ের সঙ্গে সম্পত্তির ব্যাপারে বিবাদ। কর্মস্থানে বিবাদ নিয়ে চিন্তা। সামাজিক সুনাম বাড়েতে পারে। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ। বাড়তি খরচের জন্য চিন্তা।

কন্যা রাশিফল: সকাল থেকে প্রতিবেশীর সঙ্গে বিবাদ বা তর্ক বাধতে পারে। গোপন কোনও রোগ বেড়ে যেতে পারে। ব্যবসার দিকে খরচের জন্য চাপ বৃদ্ধি। ঋণ থেকে মুক্তির সুযোগ। কোনও কাজে ভুল হওয়ার সম্ভাবনা। শত্রু হতে সাবধান। উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি। কোনও আশা নষ্ট হতে পারে। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। পেটের সমস্যা বাড়তে পারে।

তুলা রাশিফল: কাজের ব্যাপারে উত্তেজনা বাড়তে পারে। শরীরের কোনও অংশে যন্ত্রণা হওয়ায় চিন্তা বৃদ্ধি। প্রেমের বিষয়ে জটিলতা বাড়তে পারে। কোনও উপহার পেতে পারেন। কর্মস্থানে অস্থিরতা বাড়তে দেবেন না। আর্থিক ব্যাপারে চাপ বাড়তে পারে। আজ কোনও কারণে মনে ভয় বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে একটু বুঝে কথা বলুন। বিবাদ বাড়তে পারে। হৃদরোগ বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনও কারণে বিবাদ বা তর্ক। আজ ব্যবসার দিকে একটু মন্দা।

বৃশ্চিক রাশিফল: আজ মনের কোনও আশা পূর্ণ হতে পারে। নিজের চেষ্টায় প্রচুর অর্থ আয় করতে পারবেন। চাকরির জন্য ভাল যোগাযোগ। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে বিবাদ। প্রেমে অশান্তি। শত্রুপক্ষ আজ দুর্বলতার সুযোগ নিতে পারে। পুজোপাঠের জন্য খরচ বাড়তে পারে। সঙ্গীত চর্চা থেকে আনন্দ বৃদ্ধি। চাকরিস্থলে চাপ বাড়তে পারে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে।

ধনু রাশিফল: আয় বৃদ্ধি পেতে পারে। আজ পাওনা আদায়ের জন্য খুব ভাল দিন। বাড়িতে কোনও অনিষ্ট হতে পারে। পেটের কোনও সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। দুপুরের পরে ভাল খবর আসতে পারে। আজ বাইরে কোনও ভোগান্তি হওয়ার যোগ রয়েছে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। সংসারে ভুল বোঝাবুঝি বৃদ্ধি। বন্ধুর সঙ্গে বিবাদ।

মকর রাশিফল: আজ বাজে স্বপ্ন দেখার কারণে মানসিক অস্বস্তি থাকবে। সংসারের ব্যাপারে অধিক ব্যয় বৃদ্ধি। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য বাড়তে পারে। বাড়িতে অনেক বন্ধু আসতে পারে। গবেষণায় সাফল্য। ব্যবসায় চিন্তা বাড়তে পারে। বাড়িতে কোনও কলহ বাধতে পারে। চাকরিস্থানে নিজের বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার। কাজের প্রতি একটু অনীহা আসতে পারে। দাঁতের যন্ত্রণা বাড়তে পারে। চাকরিতে চাপ বাড়তে পারে।

কুম্ভ রাশিফল: খেলাধুলার জন্য জয় লাভ আসতে পারে। ব্যবসার দিকে কোনও সমস্যার সমাধান নিজে করতে পারবেন। রাস্তা ঘাটে কোনও বিপদ আসতে পারে। স্ত্রী সঙ্গে ছোট কারনে বিবাদ সকাল থেকে অধিক ব্যয় বাড়তে পারে। শিক্ষার ব্যপারে কোনও ভাল সুযোগ আসতে পারে। কিছু পাওনা আদায় হতে পারে। বিজ্ঞান বিষয় কোনও আলচনা। ব্যবসার দিকে খরচ বৃদ্ধি।কাছে কোনও ভ্রুমন হতে পারে।

মীন রাশিফল: সারা দিন প্রচুর পরিশ্রম করর জন্য মানসিক অবসাদ। ক্ষত থেকে রোগ বাড়তে পারে। সম্পত্তি থেকে আয়। বাবার সঙ্গে বিবাদ। কোনও কাজে আজ সাহসের পরিচয় দিতে হবে। ভাল কাজের জন্য ভাল সুযোগ আসতে পারে। মায়ের সঙ্গে বিবাদ হতে পারে। ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি।

Back to top button

Ad Blocker Detected!

Refresh